সবুজ সিলেট ডেস্ক
লকডাউনে নতুন পরিচয়ে সংগীতশিল্পী । লকডাউনে অ্যালবাম তৈরি করছেন তিনি। নিজের মতো করে লেখালেখির পাশাপাশি শেষ করেছেন চারটি গানের কাজ। আর করোনা আক্রান্ত হওয়ার আগে জমা রয়েছেন আরও তিনটি গান।
পড়শী বলেন, লকডাউনে আমার ব্যক্তিগত অ্যালবাম। নিজের মতো কাজ করছি। লেখালেখি করছি। ইতোমধ্যে বেশ কিছু গান তৈরি করেছি। জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছু দিন চললে হয়তো অ্যালবাম সংখ্যক গান তৈরি করা সম্ভব। তবে এগুলো অ্যালবাম হিসেবে নয়, সিঙ্গেল আকারে মুক্তি দেব।’
পড়শী জানান, কোনও গানের নামই চূড়ান্ত করেননি। সব শেষ হলে, রিলিজের আগ দিয়ে সে কাজটুকু সারবেন। এদিকে গানচিলের ব্যানারে আরও দুটি গান তৈরি আছে তার। সঙ্গে নিজের কথা ও সুরে তৈরি করেছেন আরও একটি গান। যার ভিডিওটি বাকি। জানালেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই গানগুলো ছাড়ার ইচ্ছে তার।