আন্তর্জাতিক ডেস্ক::
বিশ্ব কাঁপছে করোনার মারণ হামলায়। ২ লক্ষ পেরিয়ে মৃত্যু মিছিল থামার কোনও লক্ষণ নেই। এই অবস্থায় টিকা তৈরির গোপন গবেষণাপত্র চুরি করার নিঃশব্দ কাজে মত্ত বিভিন্ন দেশের গুপ্তচরেরা। বিবিসি রিপোর্টে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণা নিয়ে সূত্র খুঁজছে একাধিক বিদেশি গুপ্তচর সংস্থা। এতে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশ। গবেষণাপত্র চুরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন মার্কিন গোয়েন্দা কর্তারা।
আরও কিছু প্রাক্তন গোয়েন্দা কর্তার ধারণা, মার্কিন গুপ্তচর বিশেষ করে সিআইএ এবং ইজরায়েলি চর সংস্থা মোসাদেপ বিশ্বজোড়া নেটওয়ার্ক লেগে রয়েছে একই কাজে। মারণ করোনার জীবাণু কোভিড-১৯ এর টিকা আবিষ্কার করতে আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। চিন, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, জাপান, ইতালি সহ বিভিন্ন দেশের গবেষকরা দিন রাত এক করে টিকা বের করতে মগ্ন।
ইতিমধ্যে পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়েছে মানব দেহে ও বিভিন্ন প্রাণীকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, গোপনে টিকা আবিষ্কারের তথ্যসূত্র বিরাট অংকের টাকার লেনদেন করতে প্রস্তুত গুপ্তচর সংস্থা। বিবিসি জানাচ্ছে, এই লেনদেনে গবেষক, বহুজাতিক ওষুধ বিপনন সংস্থা ও কিছু দেশের সরকার সবাই জড়িত।