সবুজ সিলেট ডেস্ক
মাল্টার মেলিয়া’র হোয়াইট টাওয়ার এলাকায় একটি গুহাতে বেড়াতে গিয়ে সমুদ্রে লাফ দেয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ফেঞ্চুগঞ্জের রাজনপুর গ্রামের কামনাশীষ চন্দ্র তন্ময় (২৫) নামের এক ছাত্র।
নিখোঁজ কামনাশীষ চন্দ্র তন্ময় উপজেলার রাজনপুর গ্রামের তপন চন্দ্রের ছেলে। সে চলতি বছরের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসা নিয়ে মাল্টায় পাড়ি জমায়।
তন্ময়ের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই শুভাশিষ চন্দ্র সুদ্বীপ।
নিখোঁজ তন্ময়ের ভাই শুভাশিষ চন্দ্র সুদ্বীপ মাল্টায় অবস্থিত হৃদয়ের বরাত দিয়ে জানান, শনিবার বিকেল মাল্টার সময় ৪টার দিকে মাল্টার ড্রাগন পর্যটন এলাকায় ঘুরতে গিয়েছেন তন্ময়ের, হৃদয়, শাহাদাত ও আরও এক বন্ধু। বেড়ানোর একপর্যায়ে হৃদয় নামে একজন প্রথমে ড্রাগন গুহা থেকে লাফ দিয়ে সমুদ্রের পানিতে পড়েন। পরবর্তীতে তন্ময়ও গুহাতে লাফ দিয়ে পানিতে পড়ে। হৃদয় সমুদ্রের পানি থেকে সাঁতার কেটে উঠতে পারলেও তন্ময় আর সমুদ্র থেকে উঠতে পারেনি।
জানা যায়, মাল্টার স্থানীয় উদ্ধার কর্মীরা শনিবার থেকে তন্ময়ের খোঁজে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এখনো তন্ময়ের কোন খোঁজ পায়নি উদ্ধার কর্মীরা।