হিঙ্গাদের একটি ছোট দলকে ভাসানচরে পাঠানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

15

সবুজ সিলেট ডেস্ক
মিয়ানমার থেকে নৌকায় করে কিছুদিন আগে বাংলাদেশে প্রবেশ করা ছোট একদল রোহিঙ্গাকে ভাসানচর পাঠিয়েছে বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইউএনবিকে বলেন, রোহিঙ্গাদের জন্য সেখানে ভালো সুযোগ-সুবিধা রয়েছে।

রোহিঙ্গা শিবিরগুলোকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শিবিরগুলোতে থাকা কোনো রোহিঙ্গার শরীরে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি।

ড. মোমেন জানান, মিয়ানমার থেকে ছোট নৌকায় করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের খোঁজ পান স্থানীয়রা। পরে বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা ওই রোহিঙ্গাদের আটক করে। এরপর আটক করা কমপক্ষে ৭০ রোহিঙ্গাকে জাহাজে করে ভাসানচরে পাঠানো হয়।

এ সব রোহিঙ্গা দুটি নৌকা থেকে এসেছে যারা কয়েক সপ্তাহ ধরে গভীর সমুদ্রে ভাসছিল।