সবুজ সিলেট ডেস্ক
করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় ইরানকে আগেই ছাড়িয়ে গেছে ব্রাজিল।
এবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এতে বিশ্বে এক লাখ আক্রান্তের দেশ হিসাবে নবম স্থানে যুক্ত হলো ব্রাজিল।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে গণমাধ্যম দ্য ব্রাজিলিয়ান রিপোর্ট জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৫৮৮ জন। এ নিয়ে সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ১৪৭ জন। মারা গেছেন সাত হাজার ২৫ জন।
তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ পরিসংখ্যান বলছে– ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ৮২৬ জন। মারা গেছে সাত হাজার ৫১ জন। সুস্থ হয়েছে ৪২ হাজার ৯৯১ জন। হাসপাতাল ও আইসোলেশনে চিকিৎসাধীন ৫১ হাজার ৭৮৪ জন। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
যদিও করোনার থাবা লাতিন আমেরিকায় পড়ার প্রথম দিকে ব্রাজিলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম ছিল।
তবে সম্প্রতি দেশটিতে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় কফিন সংকটে পড়েছে দেশটি।
একটি ভিডিওতে দেখা গেছে, করোনা রোগীর জন্য আগাম কবর খুঁড়ে রাখা হয়েছে সেখানে।