সবুজ সিলেট ডেস্ক
মে হতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাস। এ মাসে একটি ঘূর্ণিঝড়, দুই থেকে তিনদিন কালবৈশাখী, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপদাহের (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মে মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এ মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই-তিনদিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তিন-চারদিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী হতে পারে। এসময় দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপদাহের (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) আশঙ্কা রয়েছে। দেশের অন্য অঞ্চলে এক-দুইটি মৃদু অথবা মাঝারি তাপদাহ বয়ে যেতে পারে।
সেইসঙ্গে মে মাসে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে।