স্টাফ রিপোর্টার
সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
একই হাসপাতালের পিসিআর ল্যাবে রোববার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ওই রোগী। তিনি ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে আক্রান্ত রোগীকে করোনার জন্য নির্ধারিত নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর উপজেলার হাটখোলায় আক্রান্ত ব্যক্তির গ্রামের বাড়িও লকডাউন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন দুই প্রসূতি নারী করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর রোগীকে রোববার রাতেই শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়।
এদিকে আক্রান্ত ব্যক্তি ওসমানীতে চিকিৎসাধীন থাকার সময় ১২ জন চিকিৎসক ও সেবিকাসহ (নার্স) প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী তার সংস্পর্শে আসেন। এছাড়া ইউরোলজি বিভাগে অন্যান্য রোগী ও তাদের স্বজনও ছিলেন।
তবে ডা. হিমাংশু দাবি করেছেন, ওই রোগীর সংস্পর্শে আসা সব স্বাস্থ্যকর্মীর যথেষ্ট সুরক্ষাসামগ্রী ছিল। ফলে কারও কোয়ারেন্টাইনে যেতে হবে না।
গত ২৯ এপ্রিল কিডনির পাথর অপসারণের জন্য করোনা শনাক্ত হওয়া ব্যক্তি ওসমানী হাসপাতালের ইউরোলজি ওয়ার্ডে ভর্তি হন। তবে অস্ত্রোপচারের আগে তার ডায়ালাইসিস করানোর প্রয়োজন হয়। এ অবস্থায় হাসপাতালের নেফ্রোলজি বিভাগ ডায়ালাইসিস করাতে গেলে রুটিনমাফিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে কোনো ধরনের উপসর্গ ছাড়াই নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে। রোববার ওসমানীর ল্যাবে ৯ জন আক্রান্ত শনাক্ত হন; যাদের মধ্যে ৬ জনই সিলেট জেলার বাসিন্দা।