বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিং মল

131

সবুজ সিলেট ডেস্ক
ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট ও শপিং মল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে এসব ব্যবসাপ্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব অনুসরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বিকেল ৫টার মধ্যে অবশ্যই শপিং মল ও দোকানপাট বন্ধ করতে বলা হয়েছে।

আজ সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।