ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ভূমধ্যসাগরের দ্বীপ দেশ মাল্টার সমুদ্রে নিখোঁজ হওয়া ফেঞ্চুগঞ্জের রাজনপুর গ্রামের কামনাশীষ চন্দ্র তন্ময়ের (২৫) মরদেহ উদ্ধার করেছে মাল্টার সশস্ত্র বাহিনী।
সোমবার (৪ মে) বিকেলে মাল্টার পুলিশ এক বিবৃতিতে বলেছে সমুদ্রে নিখোঁজ বাংলাদেশী ওই ব্যক্তির লাশটি একটি এএফএম টহল নৌকো দিয়ে পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে।
এদিকে, তন্ময়ের মৃত্যুতে ম্যাজিস্টেরিয়াল তদন্ত কমিটি গঠন করেছে মাল্টা সরকার।
গত শনিবার বিকেল মাল্টার সময় ৪টার দিকে মাল্টার ড্রাগন পর্যটন এলাকায় ঘুরতে গিয়েছেন তন্ময়ের, হৃদয়, শাহাদাত ও আরও এক বন্ধু। বেড়ানোর একপর্যায়ে হৃদয় নামে একজন প্রথমে ড্রাগন গুহা থেকে লাফ দিয়ে সমুদ্রের পানিতে পড়েন। পরবর্তীতে তন্ময়ও গুহাতে লাফ দিয়ে পানিতে পড়ে। হৃদয় সমুদ্রের পানি থেকে সাঁতার কেটে উঠতে পারলেও তন্ময় আর সমুদ্র থেকে উঠতে পারেনি।
পরে, মাল্টার সশস্ত্র বাহিনী উদ্ধার কর্মীরা শনিবার থেকে তন্ময়ের খোঁজে উদ্ধার তৎপরতা চালিয়ে সোমবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করে।
কামনাশীষ চন্দ্র তন্ময়ের মৃত্যুর সংবাদে পরিবার, এলাকায় ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।