নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

12

সবুজ সিলেট ডেস্ক

দেশে করোনা মহামারীর প্রভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনলাইনে ক্লাশ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২ মে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগীয় প্রধানগনের সাথে এবং ৩ মে ডীন, বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ে গঠিত কমিটি এবং এডমিশন কমিটির সদস্যবৃন্দের সাথে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষকবৃন্দ ইতোমধ্যে নিজ নিজ কোর্সের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে নির্ধারিত ক্লাস রুটিন অনুসারে অনলাইন ক্লাস নেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ থাকলেও শিক্ষার্থীরা তাদের বাড়িতে থেকে রুটিন অনুসারে ক্লাসে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে ইতোমধ্যে দেশের প্রায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালু রাখতে অনলাইনে ক্লাস নেয়া শুরু করেছে।