যুক্তরাষ্ট্র মিশিগানে কোভিড-১৯ এ মৃত ও আক্রান্তের সংখ্যা কমে আসছে

12

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:

মিশিগানে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা পৌঁছেছে ৪ হাজার ৪৯ জনে। রবিবার ২৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর মৃত্যুর এই সংখ্যা সবচেয়ে কম। এর আগে শুক্রবার ৭৭ জন এবং শনিবার ১৫৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে। আজ রবিবার আক্রান্ত হয়েছে ৫৪৭ জন। শনিবার রাজ্যে এক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৮৫১ জন। আজ মোট করোনা ভাইরাসে মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৪৩ হাজার ৭৫৪ জন। শুক্রবার পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ মানুষের সংখ্যা ১৫ হাজার ৬৫৯ জনে পৌঁছেছে। ডেট্রয়েটে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৮৬ জন এবং মারা গেছে ১ হাজার ৮৫ জন। রবিবার রাজ্যে আক্রান্ত বেড়েছে ১৮৬ জন। নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শহরে শুক্রবর ৯ জন এবং শনিবার ৬ জন মারা গিয়েছিল। ভাইরাসের হানার পর এটা ছিল সর্বনিম্ন। মিশিগানের আক্রান্তের ৭০ ভাগ ওয়েইন, ম্যাকম্ব, অকল্যান্ড কাউন্টি ও ডেট্রয়েটে। মৃত্যুর ৮১ ভাগই এসব এলাকায়।