স্টাফ রিপোর্টার::
সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪মে) সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলে এ অভিযান। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।র্যাব জানায়, সিলেটের বিয়ানীবাজারে র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের সমন্বয়ে অভিযান চালানো হয়। সুনামগঞ্জের জামালগঞ্জে র্যাবের লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের শফিকুল ইসলামের সমন্বয়ে চালানো হয় অভিযান।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১১টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।