স্টাফ রিপোর্টার
সিলেটে এবার একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনায় আক্রান্ত এই অধ্যাপক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান তথ্যটি নিশ্চিত করে মঙ্গলবার (৫ মে) দুপুরে বলেন, সিলেটের ৭৮ জন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। সেখান থেকে যাদের রিপোর্ট পজেটিভ আসে তাদের মধ্যে ওই চিকিসকও রয়েছেন।
তিনি বলেন, আক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। তবে তিনি সুস্থ আছেন। আজ আবার তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।