সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে দুদক আটক করেছে এমন গুজব ছড়ানোর অভিযোগে মাহতাব উদ্দিন নামের এক সংবাদকর্মীকে আটক করেছে পুলিশ।
মাহতাব উদ্দিন দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক। সোমবার রাত ৯.৪৫ মিনিটে তিনি এমপি রতনকে দুদক গ্রেপ্তার করেছে বলে তার ফেসুবকে একটি স্ট্যাটাস দেন। পরে মধ্যরাতে ধর্মপাশা উপজেলার সেলবররষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। ওই মামলায় রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রাতেই সুনামগঞ্জ সদর থানা পুলিশ মাহতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে।’