নিখোঁজের ৪ দিন পর ধলাই নদীতে চা শ্রমিকের লাশ

8

কমলগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের ৪ দিন পর কমলগঞ্জের ধর্মপুর এলাকায় ধলাই নদীতে ভাসমান অবস্থায় এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৪ মে) দুপুরে স্থানীয়রা ভেসে আসা লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধিসহ কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলে চেনা যায়, এটি মিরতিংগা চা বাগানের মোকাম টিলা লাইনের বুদরাম রাজভরের ছেলে দোলন রাজভরের লাশ।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোলন রাজভর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায় নি। আজ সোমবার দুপুরে তার লাশ ধলাই নদীতে পাওয়া যায়। দুলন রাজভরের স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকালে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

মনু-দলই ভ্যালি সভাপতি ইউপি সদস্য বাবু ধনা বাউরী জানান, রাজভর শান্তশিষ্ট লোক ছিল। তার এ অবস্থা কেন হল তা পুলিশী অধিক তদন্ত করলে জানা যাবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন দাশ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে কারণ জানা যাবে। এ নিয়ে তদন্ত চলছে।