হবিগঞ্জে ৫ পুলিশসহ আরও ১২ জনের করোনা শনাক্ত

17

 


হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পাঁচ পুলিশ সদস্যসহ আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৮ জনই চুনারুঘাট উপজেলার।

মঙ্গলবার (৫ মে) হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হবিগঞ্জ থেকে সিলেট পাঠানো যে নমুনাগুলো পরে ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে তার ফলাফল আজ জানা গেছে। নমুনা পরীক্ষা করে দেখা গেছে হবিগঞ্জ জেলার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ৫ পুলিশ ও এক স্বাস্থ্যকর্মীসহ চুনারুঘাটের ৮ জন, একজন স্বাস্থ্যকর্মীসহ নবীগঞ্জের দুজন, বাহুবলের একজন, লাখাইয়ের একজন।