হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ

13

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগী সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা সিদ্দিকুর রহমান, পেশায় ট্রাকচালক। হবিগঞ্জ জেলায় তিনিই প্রথম করোনা থেকে সুস্থ হওয়া রোগী।

এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, ফুল ও খাবার দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। হাসপাতালের পক্ষ থেকে ছাড়পত্র দেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শামীমা আক্তার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল ও মেডিকেল কর্মকর্তা ডা. দেবাশীষ দাশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল বাহুবল উপজেলার সন্দেহভাজন একজন করোনা রোগীকে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে নিয়ে আসা হয়। ওই রোগী পথে গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন ট্রাকচালক সিদ্দিকুর রহমান ও সহকারীকে আটক করে সদর আধুনিক হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়। তাদের নমুনা পরীক্ষায় ১১ এপ্রিল ট্রাকচালক সিদ্দিকুর রহমানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলায় তিনিই প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন।

এ দিকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার নিজ বাসভবনেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জেলা প্রশাসনের আরডিসি মাসুদ রানা জানিয়েছেন।