হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা ল্যাব থেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর রোববার (০৩ মে) সন্ধ্যায় তাকে জানানো হয়।
সোমবার (০৪ মে) বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, বর্তমানে জেলা প্রশাসক হোম কোয়ারেন্টাইনে। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার সকালে আবার তার নমুনা একটি ল্যাবে পাঠানো হয়েছে। নানা জটিলতায় রিপোর্টটি জানাতে বিলম্ব হয়েছে আমাদের।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৩ এপ্রিল ডিসির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় তার পরীক্ষার ফলাফল পজিটিভ বলে জানানো হয়। সোমবার আরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য অন্য একটি ল্যাবে তার নমুনা পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ডিসি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।