গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নায়িকা মৌসুমীর মা

17

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে জরুরি অবস্থায় যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌসুমী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মৌসুমী।

মৌসুমী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই। ডাক্তার জানিয়েছেন, তিন-চার দিন না গেলে কিছু বলা যাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার শাশুড়ি অনেক দিন ধরেই ডায়াবেটিসসহ নানা রকম অসুখে ভুগছেন। তিনি আমার শালি ইরিন জামানের কাছে থাকেন। করোনার এই মূহুর্তে তার কাছে যাবো সেই উপায় নেই। খুব খারাপ লাগছে। মৌসুমী নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে মায়ের চিন্তায়।’

এই নায়ক আরও বলেন, ‘আমাদের দুজনের মুরুব্বি বলতে আমার শাশুড়িই বেঁচে আছেন। আমার মা ও বাবা, মৌসুমীর বাবা গত হয়েছেন অনেক আগে। শাশুড়ির কাছে আমরা সন্তানের আদরটা পাই। তার অসুস্থতা মনকে বিষণ্ণ করে রেখেছে। আমি সবার কাছে দোয়া চাই তার জন্য।’