সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ পুলিশ সদস্য

12

সবুজ সিলেট ডেস্ক
করোনা আক্রান্তদের মধ্যে ৮৫ জন বিভিন্ন স্তরের পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও চিকিৎসাধীন রয়েছেন একহাজার ৬৩ জন। মারা গেছেন পাঁচ জন।

মঙ্গলবার (৫ মে) পুলিশ সদর দফতরের একটি এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানা, পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যায় পরিসংখ্যানের দিক দিয়ে ঢাকা মহানগর পুলিশের ইউনিটে বেশি এবং সুস্থ হওয়ার সংখ্যাও বেশি এই ইউনিটে। করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যেদের মধ্যে ডিএমপির ২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান জানান, সুস্থ হওয়া পুলিশ সদস্যরা কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের বিষয়ে ডিএমপি সদর দফতর সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।

তিনি আরও জানান, আক্রান্তরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা গ্রহণ করেছেন।

জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণের পর পুলিশের বিভিন্ন ইউনিট বহুমূখী সেবামূলক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত রয়েছে। শহরের রাস্তায় জীবানুনাশক পানি ছিটানো থেকে শুরু করে, আইসোলেশন ও কোয়ারেন্টিন ব্যবস্থা বলবৎ করতে সহায়তা, লকডাউন ব্যবস্থা কার্যকর, মৃত ব্যক্তির জানাযা ও দাফনে অংশগ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে মোটিভেশন, কাঁচাবাজারে প্রবেশ ও বাহির একমুখী করা, বিক্রেতারা বাজারে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্যসামগ্রী বিক্রয় করার ব্যবস্থা করেন তা নিশ্চিত করা, এছাড়াও নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ, ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা, টিসিবির পণ্য বিক্রয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যাতে ঘর থেকে বের না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখাসহ জনকল্যাণে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টরসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিভিল স্টাফ রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, করোনা যুদ্ধে জয়ী হয়ে অনেকে কাজে যোগদানের অপেক্ষায় রয়েছেন। তারা আবারও কাজে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ সদর দফতরের সূত্রটি জানায়, মঙ্গলবার (৫ মে) পর্যন্ত সারাদেশে ১১৫৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৫ জন। আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে পুলিশ সদর দফতর এসব সদস্যদের খোঁজখবর রাখছেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা বলেন, ‘পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানুষের পাশে দাঁড়িয়েছে। এসময় অনেকেই আক্রান্ত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে। যারা সুস্থ হয়েছেন, তারা অচিরেই কাজে যোগদান করবেন।’