স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১২ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য জানিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ১২টি পজেটিভ আসে। এই ১২ জন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জানিয়ে তিনি বলেন, শনাক্ত হওয়াদের বেশিরভাগই মৌলভীবাজারের।
এদিকে, হবিগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ওসমানীতে মঙ্গলবারের নমুনা পরীক্ষায় হবিগঞ্জে ১ জনের পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্ত কিশোরের বাড়ি নবীগঞ্জ উপজেলায়।