জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) বেলা সাড়ে ১১ টা থেকে র্যাব-৯ এর এএসপি ওবাইনের নেতৃত্বে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. আামিরুল ইসলাম মাসুদের সমন্বয়ে চলে প্রায় আড়াইঘন্টাব্যাপী অভিযান।
এসময় নিম্ন মানের পণ্য, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। এছাড়া ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করে র্যাব।
অভিযানে জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি ওবাইন।