সবুজ সিলেট ডেস্ক
নিহত আব্দুল্লাহ আল মামুন ওরফে আশিক।নিহত আব্দুল্লাহ আল মামুন ওরফে আশিক। টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিন পর আব্দুল্লাহ আল মামুন ওরফে আশিকের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে টাঙ্গাইল পৌরসভার কাগমারা লৌহজং নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহত আশিক ওই এলাকার বাসিন্দা। তার বাবা রাশেদুল ইসলাম পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন।
নিহতের বাবা রাশেদুল ইসলাম জানান, কয়েক মাস আগে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কথা বলার জন্য ওই মেয়েকে একটি মোবাইল উপহার দেন আশিক। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইলটি ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে ওই মেয়ের বাসায় মোবাইল আনতে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ তার মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর ওই মেয়েটিকে এবং তার বাবা-মা ও কয়েকজন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
উদ্ধার হওয়া আশিকের মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।