সবুজ সিলেট ডেস্ক
খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে ১৬টি বানর। মাদারীপুর পৌরসভার চরমুগরিয়ায় মুক্ত পরিবেশে বিচরণ করা এসব বানর এমনিতেই আগের মতো আর চোখে পড়ে না। যা আছে তাও বিলুপ্তপ্রায়। এমন অবস্থায় মঙ্গলবার বিকেলে কৌশলে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে বানরগুলো হত্যা করে।
এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা। বন বিভাগ থেকেও মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, আড়িয়াল খাঁ নদীবেষ্টিত মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চল বনজ ও ফলদ গাছে পূর্ণ ছিল। মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। তখন জঙ্গল ও শত শত গাছ থাকায় বানরগুলোর বিচরণ ছিল চরমুগরিয়ার এলাকাজুড়ে।
জেলা বন বিভাগের তথ্যমতে, চরমুগরিয়ায় এখনও আড়াই হাজারের মতো বানর আছে। এমতাবস্থায় মঙ্গলবার বিকেলে বেশ কয়েকটি বানরের মুখ থেকে বিষাক্ত লালা পড়তে দেখা যায়। তখন কয়েকটি বানরকে মৃত অবস্থায় পাওয়া যায়। কয়েকটি বিষে কাতরাচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে ১২টি ও বুধবার সকালে আরও ৪টি বানর মারা যায়। পরে বানরগুলো সংগ্রহ করে মাটিচাপা দেয় স্থানীয়রা। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দোষীদের বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
একটি নির্ভরযোগ্য তথ্য মতে, খাদ্য সংকটের কারণে বানরগুলো বাসা বাড়িতে বিভিন্ন সময় হানা দিত। এ কারণে কেউ বানরগুলো মেরেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদারীপুর বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, বানর হত্যাকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য বন বিভাগকে অনুরোধ করা হয়েছে।