১৫ দিনের জন্য কারাগারে গেলেন দুই চা বিক্রেতা

10

সবুজ সিলেট ডেস্ক
মেহেরপুরের গাংনীতে লকডাউন উপেক্ষা করে চা বিক্রির দায়ে দুই চা বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলা পরিষদ চত্বরের জাকিরুল (৪৫) ও হাসপাতাল বাজারের মনা মিয়া (৫০)। তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, বেশ কিছুদিন যাবত দণ্ডিতরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খুলে চা বিক্রি করছিলেন। আজ অভিযান চালিয়ে এদেরকে বিচারের সম্মুখীন করা হয়। আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করলে তাদেরকে কারাদণ্ডাদেশ দেয়া হয়।