এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

9

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (৬ মে) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রবীণ এই এমপির মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত-সমর্থক রেখে গেছেন। গত ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার (৫ মে) রাতে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুজব নাকচ করে দেয় তার পরিবার।

সংসদ সদস্য হাবিবুর রহমান ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ঢাকা-৫ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।