শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিন অমান্য করায় ৩ জনকে অর্থদণ্ড করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
সিলেটের মোঘলাবাজার থানা এলাকায় র্যাবের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি মো. আনোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
র্যাব জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক, হোম কোয়ারেন্টিন অমান্য করায় ৩ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করে পুনরায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।