এক মাস পর আগামীকাল বসছে মন্ত্রিসভার বৈঠক

9

সবুজ সিলেট ডেস্ক::
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠক বসছে। এ দিন বেলা ১১ টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনার কারণে দীর্ঘ এক মাস পরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে এবারের মন্ত্রিপরিষদ বৈঠকটিও হবে সীমিত পরিসরে। করোনা মোকাবেলার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যেসব মন্ত্রণালয়ের প্রস্তাবনা থাকবে; শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাই এ বৈঠকে অংশ নেবেন।এর আগে সবশেষ গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সীমিত পরিসরে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখা হয়।