আন্তর্জাতিক ডেস্ক::
ইতালিতে লকডাউন শিথিলের পর প্রায় অর্ধ কোটি মানুষ কাজে ফিরেছে। দুই মাসের বেশি সময় ধরে করোনার প্রাদুর্ভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইতালি। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।ইতালিতে বুধবার লকডাউনের তৃতীয় দিনে প্রাণহানি বেড়েছে, আবার রেকর্ডসংখ্যক লোক সুস্থ হয়ে বাড়িও ফিরেছে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ১৪ জন এবং প্রাণহানি হয়েছে ৩৬৯ জনের। মঙ্গলবারের চেয়ে ১৩৩ জন বেশি। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছে ২৯ হাজার ৬৮৪ জন। এ দিন নতুন আক্রান্ত ১ হাজার ৪৪৪ জন।
দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৩ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১ হাজার ৫২৮ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৪৫৭ জন বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা সংস্থা।
দেশটির সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানায় সংস্থাটি। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ২৪৫ জন। করোনার হানায় দেশটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। লকডাউনের কারণে দেশটির অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে। লকডাউন শিথিলের তৃতীয় দিনে মৃত্যুর সংখ্যা আবার বেড়ে যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে।