স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে নতুন করে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের ২ জন সিলেটের এবং ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।