ওসমানী হাসপাতাল ও শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসকদের মাঝে পিপিই প্রদান

24

স্টাফ রিপোর্টার
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের কর্মরত চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করলো ‘কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (৭ই মে) সকাল ১১টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের প্রাঙ্গনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান কাছে এই পিপিই পৌঁছে দেয়া হয়।

পিপিই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এ সময় ‘কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন)’ পক্ষ থেকে ২০০ পিপিই, ২০০এন ৯৫ মাস্ক, ২০০ ফেইস স্লাইডার ও জীবাণুনাশ টানল দেওয়া হয়।

এসময় কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ক্যাট ফাউন্ডেশনের প্রজেক্ট কো কর্ডিনেটর মোহাম্মদ দিলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, শামিম তালুকদার, নূর মিয়া, সুমন তালুকদার, রবিন, অপু, জগদীশ, প্রকৌশলী রাজন।

উল্লেখ্য, এর আগে সিলেট বিভাগের ৪ টি জেলার ১৫০০ মানুষদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।