গোটা দেশকে ‘কম ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করল চীন

9

সবুজ সিলেট ডেস্ক
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে করোনাভাইরাসে নতুন কোনো মৃত্যুর খবর না পাওয়ায় এবং আক্রান্তের সংখ্যাও প্রায় শূন্যের কাছাকাছি চলে আসায় চীন আজ বৃহস্পতিবার গোটা দেশকেই কম ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে।

সর্বশেষ উচ্চ ঝুঁকিতে থাকা রাশিয়ার সীমান্তের নিকটবর্তী হাইলংজিয়াং প্রদেশের মুদানজিয়াং শহরের লিংকো কাউন্টিকে নিম্ন ঝুঁকিতে নামিয়ে আনা হয়। কিছুদিন আগেও যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হতে দেখা গেছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

স্থল সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ওই অঞ্চলের একটি জরুরি হাসপাতাল বন্ধ করে দিয়েছে এবং কঠোর সামাজিক দূরত্বের ব্যবস্থা করায় নতুন আক্রান্তের সংখ্যাও শূন্যে দাঁড়িয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার মাত্র দুজনকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করেছে। ওই দুজনই বিদেশফেরত ব্যক্তি। বর্তমানে দেশটিতে মাত্র ২৯৫ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আগে গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে উদ্ভূত ভাইরাসটিতে ৮২ হাজার ৮৮৮ জন আক্রান্তের মধ্যে দেশটিতে মোট চার হাজার ৬৩৩ জন মারা গেছে।