সবুজ সিলেট ডেস্ক
বগুড়ায় একদিনে নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন।
বুধবার (৬ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবে বুধবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া জেলার ১৬০টির মধ্যে ৫টি নমুনার রিপোর্ট পজিটিভ আসে।