সিলেটে বন্ধ থাকবে বিউটি পার্লার ও সেলুন

121

স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় সিলেটে আগামী ১০ তারিখ থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমতি থাকলেও বন্ধই থাকছে বিউটি পার্লার ও সেলুন। বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীদের অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব।

তিনি বলেন, সেলুন ও বিউটি পার্লারে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। গ্রাহকদের সাথে সেবাপ্রদানকরী কর্মীদের শারিরীক সংস্পর্শও ঘটে। তাই করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকে যায়। একারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেটের সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।