সবুজ সিলেট ডেস্ক
এক পুলিশ কর্মকর্তা ও চারজন স্বাস্থ্যকর্মীসহ টাঙ্গাইলে নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ধনবাড়ীতে তিনজন, গোপালপুরে দুইজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন, মির্জাপুরে দুইজন ও ভুঞাপুরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
বার্তা২৪.কমকে জেলা সিভিল সার্জন বলেন, গোপালপুর থানার এক পুলিশ কর্মকর্তাসহ ধনবাড়ি উপজেলার তিনজন স্বাস্থ্যকর্মী ও মির্জাপুরে একজন স্বাস্থ্যকর্মীসহ জেলায় ১২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।