সবুজ সিলেট ডেস্ক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পরিসর বাড়াতে সারাদেশে ৬০০ বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে । এসব বুথে সম্ভাব্য সংক্রমিত রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হবে।পাঁচ থেকে ছয় মিনিট সময়ের মধ্যে এসব বুথ থেকে নমুনা সংগ্রহ করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ডিএফআইড ‘র অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার ( ০৭ মে) ব্র্যাকের পুষ্টি ও জনস্বাস্থ্য কর্মসূচীর সহযোগী পরিচালক মোর্শেদা চৌধুরী গণমাধ্যমকে বলেন, শুরুতে ঢাকা ও নারায়ণগঞ্জে বেশি সংক্রমিত ১৯টি এলাকা আমরা চিহ্নিত করেছি। এসব এলাকায় ১০০ বুথ তৈরি করা হবে। এর মধ্যে ৪৫টি বুথ স্থাপন করা হচ্ছে ঢাকায়। ঢাকার দুই মেয়রের অনুমতি নেওয়ার পর স্থান নির্বাচন করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে বুথ বসানো হবে।
তিনি বলেন, ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং নারায়ণগঞ্জে কয়েকটি বুথ বসানো করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ময়মনসিংহের মতো জায়গা আমরা চিহ্নিত করেছি, যেখানে বেশি সংক্রমণ পাওয়া গেছে। পরে আস্তে আস্তে বুথের সংখ্যা, এলাকাও বাড়বে। এটা নির্ভর করবে রোগের প্রাদুর্ভাবের ওপর।
তিনি বলেন, করোনার টেস্ট করতে গিয়ে বহু মানুষ ফেরত আসছে। ভিড় হচ্ছে। লম্বা লাইন হচ্ছে।নমুনা সংগ্রহের এসব বুথ স্থাপন করা হলে তাদের ফিরে আসতে হবে না। হাসপাতালের ওপর চাপ কমে যাবে।
মোর্শেদা চৌধুরী জানান, নমুনা সংগ্রহ করতে হলে প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। এজন্য তারা মেডিকেল টেকনোলজিস্ট বাছাই করে প্রশিক্ষণ দিচ্ছেন। তবে যান চলাচল বন্ধ থাকায় ঢাকার বাইরে মেডিকেল টেকনোলজিস্ট বাছাই ও নিয়োগ দেওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, এখন দৈনিক ছয় হাজারের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে। তাদের লক্ষ্য আপাতত দৈনিক ১০ হাজার নমুনা পরীক্ষা করা। পরে এটা আরও বাড়বে। এজন্য কাজ করছেন তারা।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করে আইইডিসিআর। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২ হাজার ৪২৫। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। মৃত্যু হয়েছে ১৮৬ জনের।
শুরুতে ঢাকার আইইডিসিআর নমুনা পরীক্ষা করলেও এখন সারাদেশের ৩৩টি গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বুধবার পর্যন্ত এক লাখ পাঁচ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।