কোভিড-১৯: নিউ ইয়র্কে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

16

সবুজ সিলেট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরও ৪ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ২০৫।
মৃতরা হলেন তপন রায় (৫১), নূরল ইসলাম শুকুর (৬৬), শাওয়াবুর রহমান (৮২) ও নূরজাহান বেগম (৬২)।

সোমবার নিউ ইয়র্কে তারা মারা যান বলে হাসপাতাল ও স্বজনের উদ্ধৃতি দিয়ে জানান ‘বাংলাদেশ সোসাইটির’ সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।

তারা জানান, ময়মনসিংহের তপন রায় (৫১) এলমহার্স্ট হাসপাতালে, পাবনার শিবপুরের নূরল ইসলাম শুকুর (৬৬) ব্রুকলিন হাসপাতালে ও সিলেটের শাওয়াবুর রহমান (৮২) নিউ ইয়র্ক হাসপাতালে মারা গেছেন। নূরজাহান বেগমও (৬২) এদিন মারা গেছেন।