সবুজ সিলেট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। এটা দেশে করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। মৃতদের মধ্যে আট জন পুরুষ ও পাঁচ জন নারী। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ১৯৯ জনে দাঁড়াল। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি।
বিকেলে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ছয় জন, ঢাকা বিভাগে তিন জন এবং চট্টগ্রাম বিভাগে চার জন রয়েছেন।
আরও জানানো হয়, মৃতদের মধ্যে ছয় জন ষাটোর্ধ, চার জন ৫১-৬০ বছরের মধ্যে, দুই জন ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে। ১১-২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন।