সবুজ সিলেট ডেস্ক::
করোনা মোকাবেলায় বাংলাদেশকে আরও ৪ হাজার ২৫০ কোটি টাকা (৫০ কোটি ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা ও জনস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশকে এই ঋণ দিচ্ছে এডিবি। ইতিমধ্যেই এই ঋণের অনুমোদনও দিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
করোনার প্রভাব মোকাবেলায় জরুরিভিত্তিতে গত ২৮ মার্চ প্রথম দফায় ২ কোটি ৫৫ লাখ টাকা (৩ লাখ মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয় এডিবি। ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় ঋণ অনুমোদন দেয় প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার)।