মৌলভীবাজারে আরও একজনের করোনা শনাক্ত

16

স্টাফ রিপোর্টার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন করে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১৮৫ জনের নমুনা পরীক্ষায় এই একজনের করোনাভাইরাস শনাক্ত হয়।

এ তথ্য জানিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে মোট ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের পজেটিভ আসে।

শনাক্ত হওয়া ব্যক্তি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বলে জানা গেছে।

এনিয়ে পুরো বিভাগে এপর্যন্ত ২৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। যারমধ্যে ৪ জন মারা গেছেন ও ৫ জন সুস্থ হয়েছেন।