স্টাফ রিপোর্টার
বিশ্বনাথে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভেজাল ও মানহীন পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) বেলা সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামান।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।