সবুজ সিলেট ডেস্ক
আর মাত্র তিন দিন পর বিশ্বজুড়ে পারিত হবে ‘আন্তর্জাতিক মাতৃ দিবস’। দিবসটির আগে একটি বিবৃতি দিয়েছে ইউনাইটেড ন্যাশনস চিল্ড্রেনস ফান্ড (ইউনিসেফ)। সেখানে পৃথিবীতে আগামী ৪০ সপ্তাহে কত শিশু জন্ম নেবে তার তথ্য তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সারা পৃথিবী জুড়ে মার্চ থেকে ডিসেম্বরের ৪০ সপ্তাহে জন্ম নিতে চলেছে ১১ কোটি ১৬ লাখ নতুন মানব সন্তান। এর মধ্যে শুধু ভারতেই জন্ম নেবে ২ কোটি এক লাখেরও বেশি শিশু। অর্থাৎ প্রতিদিন ৭৪ হাজারের বেশি নারী গর্ভধারণ করছেন।
কিন্তু করোনা পরিস্থিতিতে ভারতে লকডাউন চলছে। গত মার্চ থেকে এই লকডাউন এখনো অব্যাহত। ইউনিসেফের বলছে, সেই সময় থেকে আগামী ৯ মাসের মধ্যে ভারতে রেকর্ড সংখ্যক সন্তানের জন্ম হবে। দেশটিতে এখন সন্তান সম্ভবা অন্তত ২ কোটি মা।
জাতিসংঘের শাখা ইউনিসেফ বুধবার (০৬ মে) এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। করোনার দিনগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যক্রমগুলো আগের মতো নেই।অন্তঃসত্ত্বা মা ও গর্ভের সন্তান প্রয়োজনীয় চিকিৎসাসেবা নাও পেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।