নগরীর বাগবাড়ি থেকে ডাকাত সন্দেহে কারসহ আটক ৩

16


স্টাফ রিপোর্টার
ডাকাত সন্দেহে প্রাইভেট কারসহ নগরী থেকে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটায় ঘটনাটি ঘটে নগরীর বাগবাড়ি এলাকায়। এসময় ডাকাত দলের ব্যবহৃত একটি প্রাইভেট কার( চট্ট মেট্রো- গ- ১১২৪৫৪)জব্দ করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট থাকায় গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৪ যুবক। এসময় স্থানীয়দের চিৎকারে আশেপাশের ঘরবাড়ির মানুষ পালিয়ে যাওয়া ৪ যুবককে ধাওয়া করেন।পরে আশেপাশের ঝোপঝাড় থেকে স্থানীয় যুবলীগ নেতা সাদিকুর রহমান সোহাগের সাহসীকতায় ২ জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।পুলিশ চলে যাওয়ার পর লুকিয়ে থাকা অপর দুই যুবককে খুঁজতে থাকেন স্থানীয়রা, এসময় তারা পাশের একটি বাসার পানির ট্যাংকি থেকে আরো ১ জনকে আটক করা হলে কোতোয়ালি থানার এস আই কৌশিক ও এস আই শাহ আলম এসে ডাকাতদের থানায় নিয়ে যান।

আটকের সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ওসি সেলিম উদ্দিন জানান, মোগলাবাজার থানার একটি টহল টিম প্রাইভেটকার সহ ৪ জনকে ধাওয়া করে ৩ জনকে আটক করতে সমর্থ হয়। তবে আটককৃতরা ডাকাত কিনা এ ব্যাপারে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।