বিনোদন ডেস্ক
শরীরে করোনার উপসর্গ নিয়ে পার্টি করে বিতর্কে জড়ালেন মার্কিন পপস্টার ম্যাডোনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিজেই জানিয়েছিলেন তার শরীরে করোনার অস্তিত্বের কথা।
এবার সেই অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠল ম্যাডোনার বিরুদ্ধে। সেলিব্রিটি ফোটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়ান ম্যাডোনা। খবর এনডিটিভির
সম্প্রতি স্টিভেন ও ম্যাডোনার উদ্দাম পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, পারস্পরিক দূরত্ব বজায় রাখার কোনও চেষ্টাই করেননি ম্যাডোনা। উল্টো একে অপরের গায়ে ঢলে পড়েছেন। যদিও কোনও ধরনের নিয়ম ভাঙার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ম্যাডোনার ম্যানেজার। পার্টিতে থাকা প্রত্যেকেই একমাসেরও বেশি সময় ধরে কোয়ারেন্টাইনে ছিলেন বলে তিনি দাবি করেন।
সম্প্রতি করোনার অ্যান্টিবডি টেস্ট করান ম্যাডোনা। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। শরীরে অ্যান্টিবডির উপস্থিতির অর্থ, সেই ব্যক্তি কোনও না কোনও সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে মার্কিন স্বাস্থ্য দফতর এখনও নিশ্চিত করে বলেনি যে, অ্যান্টিবডি থাকা মানেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে।