কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:
আমেরিকায় সবই সম্ভব। যা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্ভব নয়। আমেরিকা এমন একটি দেশ যেখানে সকলের অধিকার নিশ্চিত করা যায়। বিচার বিভাগের রয়েছে পূর্ণ স্বাধীনতা। রয়েছে আইনের শাসন। যে কারণে প্রেসিডেন্ট থেকে শুরু করে যে কোর ব্যক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা যায়। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক সিদ্ধান্ত আদালত থামিয়ে দিয়েছে। অতি সম্প্রতি মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রিপাবলিকনরা তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বিক্ষোভ করে শান্ত হয়নি। তার বিরুদ্ধে মামলাও করেছে। এই মামলার ব্যাপারে এটর্নী জেনারেল বলেছেন, মিশিগানে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি অবস্থা জারির গভর্নর গ্রিচেন হুইটমারের দেয়া আদেশক বৈধ। নিয়ে অহেতুক বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। গভর্নর গ্রিচেন হুইটমার করোনাভাইরাস মোকাবিলায় নির্বাহী আদেশের মাধ্যমে ২৮ মে পর্যন্ত স্টেটে জরুরি অবস্থা জারি করেন। এতে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ৪ মে মিশিগানের রিপাবলিকান পার্টির রিপ্রেজেনটেটিভ পল মিশেল গভর্নর গ্রিচেন হুইটমার এবং রাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডনকে আসামি করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে এটর্নী জেনারেল ডানা নেসেল ওই মন্তব্য করেন। মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, রাজ্যে তিন দিন ধরে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। মিশিগানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪৩ জন,এবং আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৬৪৬ জন।