কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:
আত্মমানবতার কল্যানে ঐক্য, শান্তি, মানবতা এই তিনটি স্লোগান কে সামনে রেখে ওয়ার্ল্ড বিডি হিউমেন হেল্প এসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে । সংগঠনটি বহির্বিশ্বে বসবাসরত সকল বাংলাদেশী বংশদ্ভুত প্রবাসীদের নিয়ে সংঘটিত হয়েছে । এই সংগঠনের মুল উদ্দেশ্য অঙ্গহীন, পঙ্গু, এতিম ,গৃহহীনদের আত্মমানবতায় সাহায্যের জন্য গঠিত হয়েছে ।
এই সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে আরবাব হোসেন সাজুকে সভাপতি ,জুনেদ আহমদ কে সাধারণ সম্পাদক ও ফরহাদ হোসেন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি রুম্মান আহমদ চৌ: ইভান বলেন সমস্ত পৃথিবীর এই ক্রান্তিলগ্নে আত্মসামাজিকথার দায়ভার থেকে দেশের হতদরিদ্র,অসহায়,পঙ্গু এবং গৃহহীন মানুষের কল্যাণে আমরা কাজ করে যাবো।কার্যকারী কমিঠির সিদ্ধান্তে আমরা কিছুদিনের মধ্যে ঈদ উপহার হিসেবে ৪০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিবো ইনশাআল্লাহ।তিনি দেশবাসী সহ প্রবাসী সকল বাঙ্গালী কমিঠির দোয়া প্রত্যাশা করেন।