করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ২ জনের মৃত্যু

22

 

স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে দুজনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাদের একজনের বাসা নগরীর দাড়িয়া পাড়া এলাকায়, অপরজন সিলেটের বিশ্বনাথ উপজেলার।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, শুক্রবার হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজনের শরীরে জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ ছিল। তবে অপরজনের শ্বাসকষ্ট থাকলেও তিনি মুলত হৃদরোগে আক্রান্ত ছিলেন।