আগামী সপ্তাহ থেকে শাবিতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

7

স্টাফ রিপোর্টার

আগামী সপ্তাহ থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ পরীক্ষা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে স্থাপিত ল্যাব পরিদর্শন করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আগমী সোম অথবা মঙ্গলবার থেকে এখানে পরীক্ষা শুরু হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে আগামী সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। একইসাথে এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব বলেও জানান তিনি।

এখন পর্যন্ত সিলেট বিভাগের মধ্যে কেবল এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হয়। সীমিত সামর্থ্য নিয়ে পুরো বিভাগ থেকে আসা রোগীদের নমুনার চাপ সামলাতে হিমশিম খেতে হয় এই ল্যাব সংশ্লিষ্টদের। ওসমানীতে প্রতিদিন প্রায় ৪৫০ নমুনা আসলেও পরীক্ষা হয় গড়ে ১৫০টি। তাই জমা পড়ে থাকে অনেকগুলো নমুনা। নমুনা সংগ্রহের পর পরীক্ষার ফলাফল জানতে অনেকদিন অপেক্ষা করতে হয় রোগীদের। এ অবস্থায় আগামী সপ্তাহ থেকে শাবিপ্রবির গবেষণাগারে স্থাপিত ল্যাবে আগামী সপ্তাহ থেকে করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

জানা যায়, গত ১২ এপ্রিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবি) কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ওইদিনই এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু করার সম্ভাবনার কথা জানিয়েছিল শাবি কর্তৃপক্ষ। প্রায় একমাস হতে চললেও এখনো সে ল্যাবে করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু না হওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় অভিযোগ করেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পরবর্তীতে গত ৫ মে (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে স্থাপিত ল্যাব পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। সেদিন তারা ল্যাব পরিদর্শন শেষে এবং ল্যাবের বায়োসেফটির অবকাঠামোগত কাজের অগ্রগতি দেখে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বৃহস্পতিবার দুপুরে বলেন, আমরা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করেছি। তাদের ল্যাব করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় যাওয়ার জন্য প্রায় প্রস্তুত। তবে এখনও কিছুটা কাজ বাকী রয়েছে যা দুই/তিন দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যেহেতু ল্যাবের অবকাঠামোগত কাজে সম্পন্ন হতে আরও দুই/তিন সময় লাগবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের সোম-মঙ্গলবার শাবিপ্রবির ল্যাবে করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় যেতে পারবো।

তিনি আরও বলেন, ল্যাব করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপনকৃত পিসিআর মেশিনের মতো সিঙ্গেল সাইকেলে প্রতিদিন ৯৪টি নমুনা সনাক্ত করা যাবে। যা কমপক্ষে ১ ঘণ্টা ৪০ মিনিট ও সর্বোচ্চ ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। একইভাবে ডাবল সাইকেলে প্রায় ১৮৮টি নমুনা সনাক্ত করা সম্ভব হবে। যা সর্বোচ্চ ৪ ঘণ্টার মতো সময় লাগতে পারেও যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় যেতে সর্বপ্রথম সেফটি ও সিকিউরিটি (নিরাপদ পরিবেশ) লেভেল নিশ্চিত করতে হবে। এর জন্য আলাদা আলাদা কক্ষ আমরা ইতোমধ্যে তৈরি করেছি। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব করোনা পরীক্ষা করণের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। আগামী ১১ অথবা ১২ তারিখ থেকে এখানে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু করতে পারবো বলে আশাবাদী। সংশ্লিষ্ট প্রফেসরগণসহ ২১ জনের একটি দল এখানে কাজ করবেন। এখানে প্রতিদিন প্রায় ২০০টি টেস্ট করা সম্ভব হবে বলেও জানান এ চিকিৎসক।

প্রসঙ্গত, প্রবাসীবহুল সিলেট অঞ্চল করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হলেও এখানে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার সুযোগ ছিলো না। এতে ক্ষোভ ছিলো এই অঞ্চলের মানুষদের মধ্যে। এ অবস্থায় ৬ এপ্রিল সিলেটে প্রথম করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ।