কোম্পানীগঞ্জে উৎমাছড়ায় পুলিশের অভিযান, লিষ্টার মেশিন জব্দ

6


কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জে উৎমা ছড়া এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২টি লিষ্টর মেশিন জব্দ করা হয়। এসময় লিষ্টার মেশিনের পাইপ ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উৎমা এলাকায় এ অভিযান চালানে হয়। এসময় অভিযানের টের পেয়ে মেশিন মালিক পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ও শামছুল আরেফিনের নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন থেকে রাতের আধাঁরে কথিত গর্ত মালিক কারিম ও ফারুক মিয়া সরকারি জায়গায় অবৈধ ভাবে লিষ্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল। স্থানীয় শাহাদত ও আলাউদ্দিন এসব অবৈধ পাথর উত্তোলনের নেতৃত্ব রয়েছেন। রাতের আধাঁরে পাথর উত্তোরনের বিষয়ে স্থানীয়রা থানা পুলিশকে মোবাইফোনে বিষয়টি জানালে সাথে সাথে অভিযান চালিয়ে পুলিশ দুটি লিষ্টার মেশিন জব্দকরে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই শামছুল আরেফিনের বাদি হয়ে কথিত গর্ত মালিক কারিমের নাম উল্লেখ্য করে আরো ২/৩ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ জানান, কোন ভাবেই পরিবেশ এবং সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তলন করতে দেয়া হবে না।

এ অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে এবং অবৈধ পাথর উত্তোলনকারিদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।