সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে বীরগাঁও গ্রামে আধিপত্যের জেরে নারীসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ মে) বিকালে গ্রামের মিসকন উদ্দিন ও মিজানুর মেম্বারের পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে মিসকন উদ্দিনের পক্ষে গুরুতর আহত হয়েছে মহিবুর রহমান (৩৫), রাবিল হোসেন (৩৭) দিলোয়ার হোসেন (৩২) মুতালিন (১৮), হেলাল মিয়া (৩২) সেজমিন বেগ ম(৪০), সানুয়ার(৩০) প্রমুখ।
তাৎক্ষণিক সময়ে মিজানুর মেম্বারের পক্ষের আহতদের নাম পাওয়া যায়নি।
সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন দক্ষিণ সুনামগঞ্জের ওসি হারুন অর রশীদ চৌধুরী।